শিবগঞ্জে সীমান্তে ভারতীয় মদ সহ এক যুবক আটক
শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ সহ নাজির হোসেন নামে এক যুবক আটক হয়েছে। তিনি শিবগঞ্জের শাহপাড়া রামনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আজ দুপুর দেড়টায় ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে দূর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী রামনাথপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল। অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদসহ আটক হন নাজির। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে কড়া নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান অধিনায়ক।