শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত
শিবগঞ্জ উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাকার নিচে পড়ে লুসি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া গ্রামের মৃত তাইজুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৬টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের সোনামসজিদ মহাসড়কের ঝিল্লির মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসলাম আলী বলেন, সকালে বৃষ্টির পর পিচ্ছিল সড়কে ঘটনাটি ঘটে। গাড়ির চাকার নিচে পড়ে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। তবে এখনও প্রত্যক্ষদর্শী কাউকে না পাওয়ায় ঠিক কি ধরণের যানবাহনের চাপায় তিনি মারা যান তা নিশ্চিত হওয়া যান নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ও অজ্ঞাত যানটি শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ কর্মকর্তা এসলাম।