শিবগঞ্জে র্যাবের অভিযানে ৪২৫ বোতল ফেনসিডিলসহ আটক ১
শিবগঞ্জ উপজেলায় বিশেষ কায়দায় আমের ঝুড়িতে পাচারকালে ৪২৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ইদ্রিস আলী। গতকাল রাতে কানসাট বাজার ব্রীজ এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ইদ্রিসকে হাতেনাতে আটক করা হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মাদকের একটি বড় চালান পাচারের গোয়েন্দা তথ্যে একটি ব্যাটারীচালিত রিক্সাভ্যানের গতিরোধ করে ভ্যানে থাকা আমের ঝুড়ি তল্লাশী করে ফেনসিডিল পাওয়া গেলে ইদ্রিসকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।