শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন
শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আয়েশ উদ্দীন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিচক টিকোরি গ্রামের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুর আড়াইটায় কালিচক গ্রামের পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী, সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও এরফান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।