শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামে আব্দুস সাত্তারের ছেলে মিলন বাবু ওরফে মিলন মিয়া। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪ মানিকগঞ্জের যৌথ অভিযানে গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তর্ত্তিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলনের বিরুদ্ধে ২০১৮ সালে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার রায় অনুযায়ী চলতি বছরের ২৮ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ে দ-িত করে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গ্রেপ্তারের পর মিলনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।