শিবগঞ্জে মাটি পরীক্ষা ও সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ

101

“মাটি পরীক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে নিন”এ প্রতিপাদ্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে, এম.এস.টি.এল কর্মসুচীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস মিলনায়তনে সংমিশ্রিত মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি , সুষম সার ব্যবহার,ও মাটির মান সঠিক রাখা,ভেজাল সার চেনার উপায় শির্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণে ফসল উৎপাদনের ক্ষেত্রে জমির মাটি পরীক্ষাকরনের গুরুত্ব তুলে ধরেন প্রশিক্ষকগন। পরীক্ষার জন্য জমি থেকে মাটি সংগ্রহের পদ্ধতিও শিখিয়ে দেয়া হয় উপস্থিত কৃষকদের। প্রশিক্ষণ প্রদানকালে প্রশিক্ষকরা বলেন, আগামী ২৪ নভেম্বর ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার (এমএসটিএল)’র একটি গাড়ী শিবগঞ্জে অবস্থান করবে। এর আগেই প্রত্যেক কৃষককে নির্দিষ্ট নিয়ম অনুসরন করে মাটি সংগ্রহ করে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়ার জন্য আহবান জানানো হয়।

এসময় চাঁপাইনবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ পলাশ সরকার, এসআরডিটি রাজশাহী বিভাগীয় অফিসের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল ইসলাম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের নুরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুনাইনবিন জামানসহ প্রশিক্ষনার্থী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।