শিবগঞ্জে মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, সন্দেহভাজন একজন আটক

94

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরিষা ক্ষেত থেকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি রহরম হঠাৎপাড়া গ্রামের মো. গানুর ছেলে রুহুল আমি কালু (৩৯)। শনিবার সকালে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৯ ফেব্রুয়ারি ভ্যান ভাড়া করার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে তোফাজ্জলকে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত শুক্রবার একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকাণ্ড নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে শুক্রবার রাতে রানীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় র‌্যাব ও শিবগঞ্জ থানা পুলিশের সমন্বিত দল অভিযান চালিয়ে তোফাজ্জল হত্যা মামলার সন্দেহভাজন রুহুল আমিন কালুকে আটক করা হয়। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নিখোঁজের পর গত শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৪নং বাঁধ এলাকার সরিষা ক্ষেত থেকে ভ্যানচালক তোফাজ্জলের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া তোফাজ্জল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চকবহরম গ্রামের মৃত ইসমাইলের ছেলে (৪৫)।