Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শিবগঞ্জে ভীন্ন আয়োজনে পিঠা উৎসবে মাতল মাদরাসার শিক্ষার্থীরা

শীতকাল আসলেই দেশের বিভিন্নস্থানে পিঠা উৎসবে মাতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। ধনী,গরিব এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় অনুষ্ঠান করে উদযাপন করা হয় পিঠা উৎসবের। তবে পিঠা উৎসব অন্য প্রতিষ্ঠানগুলোতে দেখা গেলেও মাদরাসায় এমন উদযাপন চোখে পড়েনা। তবে এবার ব্যতিক্রম করেছে শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা। আজ বিকেলে শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্বাদের ভীন্ন ভীন্ন পিঠা বানিয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। এতে প্রায় ৫০ রকমের পিঠা প্রদর্শন করা হয়। পরে বিচারকগন সুস্বাদু ও ভীন্ন পিঠা তৈরিকারিদের হাতে পুরুষ্কার তুলে দেন। এতে প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোসা.হাবিবা খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির ছাত্রী মোসা. সালমা খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করে তৃতীয় শ্রেণির ছাত্রী মোসা. সাবিহা আফরোজ। শিক্ষিকাগণের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সালমা আসিয়া এবং দ্বিতীয় স্থান অধিকার করেন মোসা. হাজেরা খাতুন ।
মাদরাসায় এমন পিঠা উৎসবে মেতে উঠে প্রতিষ্টানটির সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা এবারের ন্যয় প্রতিবার পিঠা উৎসব আয়োজনের আহবান জানান।

Exit mobile version