শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ওরফে লাব্বু ইন্তেকাল করেছেন (ইন্না ল্ল্লিাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের বিশ্বণাথপুর গ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। বিকাল পৌনে ৫টায় বিশ্বনাথপুর নতুন গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানার্জা নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, মোয়াজ্জেম হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।