শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর আটভিঘি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত সাড়ে ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ১১টায় নিজ গ্রামের একটি আমবগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা ও দূর্লভপুরেরর সাবেক ইউপি চেয়ারম্যান বজলার রহমান সনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।