শিবগঞ্জে বির্তক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত
শিবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বির্তক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি বলেন, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ১৬টি দল নিয়ে উপজেলা পর্যায়ে আয়োজিত হবে বিতর্ক প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে অভিজ্ঞ তার্কিকদের দেয়া হয় প্রশিক্ষণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, ফাইয়াজ রহমান তনয় ও সাইমুম সাদাবসহ অন্যরা। কর্মশালায় জানানো হয়, আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি আটটি করে দল গঠনের মাধ্যমে শুরু হবে বির্তক প্রতিযোগিতা। এতে উপজেলার ৮০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবে।