শিবগঞ্জে বিদায়ী সংবর্ধনায় ফুলেল শুভেচছায় সিক্ত হলেন সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস
শিবগঞ্জে বদলি জনিত বিদায সংবর্ধনায ফুলেল শুভেচছায় সিক্ত হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। আজ সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনগণের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ফুলেল শুভেচছায় ভরে ওঠে উপজেলা চত্বর। সবার চোখে পানি আসে বিদায়ের কান্নায়। বিদায় মুহুর্তে শৃতিচারন করে বীরমুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম বলেন, সমাজসেবা কর্মকর্তা হিসেবে কাঞ্চন কুমার দাস ছিলেন একজন অন্যন্য ব্যক্তি। তিনি সমাজের প্রত্যেকটা অসহায় দরিদ্র মানুষের সাহায্যর জন্য কাজ করেছেন। একই সুরে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ (সোনু), সাবেক অধ্যক্ষ মোঃ আতাউর রহমান বিনোদপুর ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহল আমিন সহ উপস্থিত অনেকেই। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ফুলেল শুভেচছা জানানো হয়। উল্লেখ্য যে, কাঞ্চন কুমার দাস গত ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কমকর্তা হিসেবে যোগদান করে সুনামের সাথে কাজ করে বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করে।