শিবগঞ্জে বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে আটক দুই

354

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত শুক্রবার ও শনিবার পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছেন বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া তারাপুর এলাকার মো. ইসলামের ছেলে মো. আনারুল (৩০) ও একই উপজেলার বিনোদপুর কালিগঞ্জ এলাকার মো. পারুলের ছেলে মো. মামুন অর রশিদ (২৬)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সোয়া ১১টার দিকে মনাকষা বিওপির একটি টহল দল হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ১৭৪ হতে আনুমানিক ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা বাজারের পেছনে আমবাগানে অভিযান চালায়। অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ মো. আনারুলকে আটক করা হয়। আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
অপরদিকে একই বিওপির সুবেদার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে আরেকটি টহল দল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত মেইন পিলার ১৭০ হতে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ১৭ হাজার টাকা।
একই বিওপির আরেকটি টহল দল গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নায়েক মো. লুৎফর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ১৭২ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল আটক করে বিজিবি। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

এদিকে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, রহনপুর ব্যাটালিয়নের কিরণগঞ্জ বিওপির টহল শুক্রবার রাত ৮টার দিকে কমান্ডার হাবিলদার মো. মহব্বত আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিগঞ্জ মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ১২৮ বোতল ফেনসিডিলসহ মো. মামুন অর রশিদকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫১ হাজার ২০০ টাকা।