Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শিবগঞ্জে বাল্যবিয়ে ও নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা

শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা এবং কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় চকঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। সহকারী কমিশনার ভূমি জুবায়ের হোসেন সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ ও ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি প্রমূখ। সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বল্পশিক্ষিত ও শিক্ষায় ঝরে পড়ার পর মেয়েরা যেন বেশি করে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের আওতায় আসতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। সর্বোপরি প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে।

Exit mobile version