শিবগঞ্জে বাল্যবিবাহ নিরোধকল্পে অ্যাডভোকেসি সভা

420

উপজেলা পর্যায়ে ইউনিসেফ জিওবি কার্যক্রমের আওতায় শিবগঞ্জে বাল্যবিবাহ নিরোধকল্পে অ্যাডভোকেসি ও মোবিলাইজেশন বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এলসিবিসিই প্রকল্পের আয়োজনে আজ সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ ইউনিসেফের যৌথ সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আকতার, ইউনিসেফ বাংলাদেশ রাজশাহী প্রতিনিধি রমা সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শরিফা খাতুনসহ অন্যান্যরা। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাব-রেজিস্ট্রার, বিবাহ নিবন্ধক, শিক্ষক, শিবগঞ্জ ইসলামী ফাউ-েশনের ফিল্ড সুপারভাইজার ও শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম অংশ নেন। কর্মশালায় সময়োপযোগি করেন নতুনভাবে প্রণয়নকল্পে প্রণীত বাল্যবিবাহ নিরোধ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেই সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে জনপ্রতিনিধিদের আরো এগিয়ে আসার আহবান জানানো হয় কর্মশালায়।