শিবগঞ্জে বন্যা-নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

শিবগঞ্জে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় তিনি বলেন, বন্যা ও নদী ভাঙনে দূর্লভপুর ও পাঁকা ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে তারা ঘর পুর্ননির্মাণ করতে পারে। আশা করি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজম আলীসহ অন্যরা। শেষে প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ দেয়া হয়।