শিবগঞ্জে বন্যা কবলিত ৪শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

175

শিবগঞ্জ উপজেলায় পদ্মার পানি বৃদ্ধিজনিত আংশিক বন্যা কবলিত (পানি বন্দি) পাঁকা, দূর্লভপুর, মনাকষা ও উজিরপুর এই চারটি ইউনিয়নের দূর্গত প্রায় ৪শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি ত্রাণ প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি গুড়, ও ১ প্যাকেট করে বিস্কুট। আজ দুপুরে দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ডের হাট এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌ. আরিফুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন,পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ অনান্যরা। পর্যায়ক্রমে তালিকা প্রস্তত করে উপজেলায় ত্রাণ বিতরণের এই কার্যক্রম অব্যহত থাকবে বলে পিআইও অফিস সুত্রে জানা গেছে।