শিবগঞ্জে বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শিবগঞ্জ উপজেলার বন্যাদূর্গত ৪টি ইউনিয়নের ১২শত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। ইউনিয়নগুলো হচ্ছে উজিরপুর, পাঁকা, দূর্লভপুর ও মনাকষা। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকা নিয়ে পানিবন্দী এলাকার মানুষের দোড়গোড়ায় গিয়ে খাবার প্যাকেট বিতরণ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক এড. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দিনব্যাপী পর্যায়ক্রমে উজিরপুর, পাঁকার বোগলাউড়ি, নিশিপাড়া, কদমতলী, দূর্লভপুরের পিয়ালিমারি ও মনাকষার হাঙ্গামী গ্রামে ত্রাণ হিসেবে খাবার প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার তেল, আধা কেজি গুড় ও খাবার স্যালাইন। তিনি বলেন, পানি কমলেও পদ্মা’র বন্যায় এখনও পনিবন্দী রয়েছেন দূর্গম চরাঞ্চলের অনেক মানুষ। তাঁদের হাতে কাজ নেই। অনেকে খাবার সংকটেও রয়েছেন। এ অবস্থায় সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আগামীকাল সদর উপজেলার দূর্গত নারায়নপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে। সমিতি জেলাবাসীর বিপদে পাশে থাকার এ ধারা অব্যহত রাখবে বলেও জানান এড. দেলোয়ার।
ত্রাণ বিতরণে অংশ নেন, সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, সমাজেসবো সম্পাদক আনারুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদসহ অন্যরা।