শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির চন্ডিপুর এলাকার সানুর মোড়ে বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন-বিসিএফ’এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ ও মেডিসিন চিকিৎসা প্রদান করা হয়। আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩০০ রোগীকে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ, ঔষধ প্রদান ও ৩০ জনের ফ্রি কান পরীক্ষা করা হয় । একই সাথে ৫০ জন রোগীকে মেডিসিন চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রকোশলী রবিউল আউয়াল। এসময় কলেজ শিক্ষক শফিকুল ইসলাম বাদল, সমাজসেবক জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।