শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সত্রাজিতপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন (বিসিএফ)-এর উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিকিৎসা সেবা দেয় ডি-স্ক্যান হাসপাতাল ও জামান আই কেয়ার সার্ভিসেস।
ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে ছিল চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ, মেডিসিন ও গাইনি চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা বাবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুই কলেজ শিক্ষক শামসুল আলম ও শফিকুল ইসলাম বাদল। দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক হুসাইন। সভাপতিত্ব করেন প্রকোশলী মো. রবিউল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আজমাল হোসেন মামুন।
ক্যাম্পে ৫ শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।