শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মো. কাওছার আলী (১৮) নামের এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটক তরুণ শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার জাকির হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মো. শাহিন আকন্দ এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, এসআই মো. মাহফুজুর রহমান ও এসআই মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবগঞ্জ থানাধীন ধোবড়া বাগানপাড়ায় অভিযান চালায়। অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ মো. কাওছার আলীকে আটক করে।
শনিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় জানান শাহিন আকন্দ।