শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চককীর্তি ইউনিয়ন
তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩-১ গোলে দাইপুখুরিয়া ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চককীর্তি ইউনিয়ন ফুটবল দল।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী র্কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন ও ফারুক আহমেদসহ অন্যরা।
এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।