শিবগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত 

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মমতাজ বেগম, শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন-অর-রশিদ টুকু ও শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হকসহ অন্যরা। শেষে পুরস্কার বিতরণের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।