শিবগঞ্জে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ
তারুণ্যের উৎসব উপলক্ষে শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতামূলক যুবদের ভূমিকা, পলিথিন বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার এবং কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিবগঞ্জে জনসচেতনামুলক সভা ও গবাদি পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবের সভাপতিত্বে ও কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের কোষাধ্যক্ষ ইসাম উদ্দিন, আনোয়ার হোসেন, প্রশিক্ষক আব্দুল কাদের ও আহসান হাবীবসহ অন্যরা। পরে গবাদি পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র দেয়া হয়।