শিবগঞ্জে প্রতিবন্ধী শিশু রাফি পেল সুবর্ণ নাগরিক কার্ড ভর্তি হলো বিদ্যালয়ে

61

শিবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী রাফি নামে এক শিশু পেয়েছে সুবর্ণ নাগরিক কার্ড। একই সঙ্গে তাকে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করানো হয়। আজ দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ওই শিশুর হাতে সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। শিশুটির পরিবার জানিয়েছে- জন্ম থেকেই তার দুটি হাত নেই। কিন্তু তার জীবন থেমে নেই। সে তার প্রয়োজনীয় সকল কাজ দুটি পা দিয়ে করে। এমনকি তার পা দিয়ে লিখতে পারে। ইচ্ছা আছে সে বড় হয়ে পড়াশোনা করে চাকরি করবে। তাই রাফি পড়াশুনা করতে চায়। এদিকে খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস রাফিকে তাৎক্ষণিক প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করেন। একই সঙ্গে শিশুটির পড়াশুনার আগ্রহ দেখে শিশু রাফির মায়ের পরামর্শে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে শিশু রাফিকে ওই বিদ্যালয়ে ভর্তি করানো হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু রাফিকে সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে শিশু রাফিকে নিয়মিত ফলোআপ রাখা হবে।