শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে প্রতিপক্ষের হামলায় নয়ন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে তার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। নিহত নয়ন নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোড়লপাড়া নয়ালাভাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নয়ালাভাঙ্গা বাবুপুর মোড়ে একদল ব্যক্তি নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নয়ন মারা যায়। এছাড়া ঘটনার পর নয়নের বাড়িতে আগুন ধরিয়ে দিলে খবর পেয়ে শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের একটি অংশের দাবি, নিহত নয়ন এলাকায় এককভাবে দাপট খাটাত। আর এ কারণেই তার ওপর হামলা চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার প্রতিপক্ষের হামলায় অতিরিক্ত রক্তক্ষরণে নয়নের মৃত্যুর কারণ বলে প্রাথমিক ধারণা করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে একজন ব্যক্তি মারা গেছেন। আধিপত্য বিস্তার নাকি অন্যকিছুর কারণে হত্যা সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।