শিবগঞ্জে পৃথক অভিযান : ৩০৪ বোতল ফেনসিডিল উদ্ধার ডিবি পুলিশের

180

শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুটি বাড়ি থেকে ৩০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতরাতে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের দুটি বাড়িতে বেশ কিছুদিন থেকে ফেনসিডিল বিক্রি করা হচ্ছে। এমন খবর পাবার পর পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের অফিসার এসআই রাশিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ওই দুটি বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুজন মাদক ব্যবসায়ী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০৪ বোতল ও অপর জনের বাড়ি হতে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পলাতক ব্যক্তিরা হলো- শিবগঞ্জ উপজেলার হুদমা বিওপির কছিম উদ্দিনের ছেলে কাইয়ুম ও উপর চকপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে তাজেল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।