শিবগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
শিবগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এমএ মজিদ ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছাদেকুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়াসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, এনজিও কর্মী ও ইমামসহ ৬০ জন অংশ নেয়। প্রশিক্ষণে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।