শিবগঞ্জে পুনর্বাসন করা হলো ৩২ ভিক্ষুককে

100

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩২ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব ভিক্ষুককে পুনর্বাসন করা হয়। পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে ৭ জনকে ধান, ৮ জনকে দোকান, ৩ জনকে শাড়ি-কাপড়, ১ জনক চিঁড়া-মুড়ি ও ১৩ জনকে ছাগল প্রদান করা হয়। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসব উপকরণ ভিক্ষুকদের হাতে তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. হুমায়ুন কবীর।
উপজেলা প্রশাসনের এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্জন কুমার দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ।