শিবগঞ্জে পাঠ্য পুস্তক বিতরণ

237

নতুন বছরের প্রথম দিনে শিবগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব ২০১৮’ এর শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম ফজলুল করিম, সিরাজউদ্দৌলাসহ অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য গোলাম রাব্বানী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন-যেকোন মূল্যে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে হবে। মাদক দেশ ও সমাজের একটি সামাজিক ব্যাধি। তাই আমরা মাদক থেকে সরে থাকব’। এছাড়া মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, এ বছর উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৩০ ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ৫২৮ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।