শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে পদ্মা নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিজিবির সহযোগিতায় নিশিপাড়া বিশরশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে নৌপুলিশ।
উদ্ধারকৃত মরদেহ দুটি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়ার বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের মোরতুজা রেজার ছেলে সেলিম রেজার (৩৫)।
মনাকষা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন তাদের নাম-ঠিকানা নিশ্চিত করে বলেন— শুক্রবার সম্ভবত মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ ছিল। আজ (গতকাল) শনিবার প্রথমে সেলিমের এবং পরে শফিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শনিবার বিকেলে মাসুদপুর বিওপিতে স্থানীয়রা জানায় শিবগঞ্জ উপজেলার চৌধুরী স্মরণ এলাকায় সীমান্ত পিলার ৪/২-এস হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে ২টি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। এমন সংবাদ পেয়ে মাসুদপুর বিওপির টহলদল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়। বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ মৃতদেহ দুটি নিয়ে যায়। তবে এ বিষয়ে মৃত ব্যক্তিদের পরিবার বিজিবির সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনটি পদ্মা নদীতে হওয়ায় গোদাগাড়ীতে কর্মরত নৌপুলিশ বিষয়টি দেখভাল করছে।
গোদাগাড়ী নৌপুলিশের ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের শরীর ঝলসানো আছে, আরেকজনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তারা দুজন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ বলে জানা গেছে।