শিবগঞ্জে পদ্মায় ভাসমান গ*লায় রশি পেঁচানো অর্ধগলিত মর*দেহ উদ্ধার

শিবগঞ্জে পদ্মা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় একটি রশি পেঁচোনো রয়েছে। আজ বিকাল সাড়ে ৫টার দিকে পাঁকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাবুপুর বিশ^াসপাড়া এলাকায় স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাত সোয়া ৮টার পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা কে বা কাহারা ওই ব্যাক্তিকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও ওয়ার্ড সদস্য কাজল আলী বলেন, পদ্মা নদীর ওই শাখা অংশটি এখন মরা নদী নামে পরিচিত। এখন সরাসরি পদ্মার সাথে এর যোগাযোগ নেই। ফলে মরদেহটি মূল পদ্মা থেকে ভেসে আসার কোন সূযোগ নেই। আবদ্ধ পানিতে মরদেহটি পাওয়া গেছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যাক্তিকে কেউ হত্যা করে মরদেহ ওই নদীতে ফেলে দিয়ে থাকতে পারে।
ঘটনাস্থল থেকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, রাত সোয়া ৮টা পর্যন্ত এলাকার কেউ ওই ব্যাক্তিকে চিনতে পারেন নি। ২/৩ দিন আগে ওই ব্যাক্তির মুত্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গলায় রশি পেঁচানো প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।