শিবগঞ্জে নদীতে অজ্ঞাতব্যক্তির ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিবগঞ্জের পাগলা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় একব্যক্তির গলায় বালিভর্তি দুটি প্লাষ্টিকের বস্তা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়দের দেয়া খবরে শিবগঞ্জ থানা পুলিশ শিবগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডের তর্তিপূর মহাশ্মশান এলাকায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাজশাহী থেকে আসা পুলিশ ব্যূরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ওই ব্যক্তিকে শ^াসরোধে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরয়িা বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত মরদেহ শনাক্ত হয় নি। ২/৩ দিন পূর্বের মরদেহটি নদীর স্থির পানিতে পাওয়া গেছে। মরদেহের গলায় তুলসী মালা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।