শিবগঞ্জে নতুন ইউএনও আজাহার আলীর যোগদান
শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী যোগদান করেছেন। আজ দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সুশীল সমাজ, শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত এই উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে গত ২৯ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল স্বাক্ষরিত এক পত্রে তাকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।