শিবগঞ্জে দুদিনের কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ সমাপ্ত

89

২০২২-২৩ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জে কৃষক-কৃষাণীদের দুদিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ির পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের অতিরিক্ত পরিচালক দুলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক ড. এস এম হাসানুজ্জামান, সোনামসজিদ স্থলবন্দরের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এস এম আমিনুজ্জামান রতন। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।