শিবগঞ্জে ট্রলির ধাক্কায় নিহত ভ্যান যাত্রী, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

149

শিবগঞ্জে ট্রলির ধাক্কায় লালবানুর বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট বাঁশ পট্রি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লালবানুর বেগম উপজেলার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জানান, সকালের দিকে সোনামসজিদ থেকে একটি ট্রলি কানসাট বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন লালবানুর বেগম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়েছে।

এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক শিবগঞ্জে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের প্রথম চককীর্ত্তি গ্রামের কাদের হোসেনের ছেলে সাইরুল ইসলাম। আজ সকালে নিজ বাড়ীতে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিয়া জানান, সংযোগ বিচ্ছিন্ন না করেই নিজ বাড়ীতে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিল সাইরুল ইসলাম। এসময় লাইন সর্টসার্কিট হয়ে গুরুত্বর আহত হয়। বিষয়টি পরিবারের সদস্যরা দেখতে পেয়ে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি।
এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।