শিবগঞ্জে টিসিবি পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে ডাল তেল ছোলা জব্দ

157

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ১৭ থেকে ১৮টি কার্ডের পণ্য আটক করা হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শাহাবাজপুর ইউনিয়নে দুজন অসাধু ব্যক্তি ১৭ থেকে ১৮টি কার্ডের বিপরীতে টিসিবি পণ্যের ৪৫টি প্যাকেট নিয়ে রিকশাভ্যানযোগে নিয়ে যাবার সময় শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ভ্যানটিকে আটক করে জনতা। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ১৭ বা ১৮টি কার্ডের বিপরীতে প্রাপ্ত ৯৪ কেজি মসুর ডাল, ৯৪ লিটার সয়াবিন তেল ও ৪৭ কেজি ছোলা জব্দ করা হয়। পণ্যগুলো পরবর্তীতে বিধি মোতাবেক বিতরণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদেরকে ধরা যায়নি। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।