শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আজ সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে, এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হারুন অর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মান্নান।
বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া ও সঠিক স্যানিটেশন চর্চার বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।