শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার
শিবগঞ্জে চোরাকারবারীদের ফেলে যাওয়া নেশাজাতীয় ট্যাবলেট, নগদ ১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা এবং মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। বিজিবির পাঠানো প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নের বটতলী ঘাটে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেলকুপি বিওপির হাবিলদার মো. ইখতিয়ার হোসেন। প্রেস নোটে আরো জানানো হয়, তেলকুপি বাজার থেকে কানসাটগামী রাস্তায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পওে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় সিট কভারের নিচে লুকানো ১০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং হাতলে বাঁধা গামছার ভেতর থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত ট্যাবলেট, নগদ টাকা ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।