শিবগঞ্জে চাচাতো ভাইদের হাতে চাচাতো বোন খুন: মা হারালো ৬ মাসের শিশু

শিবগঞ্জে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভায়ের হাসুয়ার আঘাতে খালেদা বেগম ওরফে শুকমন নামে এক গৃহবধু নিহত হয়েছেন। তিনি ধাইনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়মহেষপুর গ্রামের দুবাই প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী। তাঁর ৬ মাস বয়সী কন্যাশিশু রয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের পিতা সৈবুর আলী, মা এরিনা বেগম এবং বোন লিপি খাতুন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, আজ সকাল ৯টার দিকে ধাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৈতন্যপুর শান্তিমোড় এলাকায় পিতার বাড়ির নিকট ভাইদের হাতে খুন হন খালেদা।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, আজ সকালে কার্নিস নির্মাণ ও ছাদ ঢালাাইকে কেন্দ্র করে দু’ভাইয়ের পরিবারের মধ্যে নতুন করে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এর এক পর্যায়ে সহবুলের দুই ছেলে মামুন ও নিয়ামতের হাসুয়ার আঘাতে খালেদা নিহত হন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোরাম কিবরিযা জানান, আজ দুপরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মৃত সহবুলের বাড়ির সকলেই পলাতক রয়েছে। পুলিশ ঘটনায় জড়িত সকলকে আটকে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।