শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচ সন্তানের জননী রুলিয়ারা বেগম (৪৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া রুলিয়ারা উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর-সাহাপড়া নুরেশ মোড় গ্রামের শরিফুল ইসলামের প্রথম স্ত্রী।
শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় স্বামী শরিফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী শরিফুল ইসলাম পুলিশি হেফাজতে রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে।