শিবগঞ্জে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ

শিবগঞ্জে উপজেলায় র্যাবের অভিযানে ৩ কেজি ৩শ ৬ গ্রাম সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাওডার ও বোমা তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করেছে র্যাব। বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে ৮৫৫ গ্রাম কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ৬টি গ্যাস লাইটার ও ২টি লাল রং এর স্কচটেপ। র্যাব জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের বেড়ি বাঁধ সংলগ্ন একটি লিচু বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী জব্দ করা হয়। আজ সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দুটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভেতরে গান পাওডার এবং বোমা তৈরির সরজ্ঞাম জব্দ হয়। জব্দ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।