শিবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব

শিবগঞ্জ থানার জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ পরিত্যক্ত গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব-৫। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে র্যাব-৫ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু পলিথিনের ব্যাগ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি সাদা রংয়ের পলিথিনের ভিতর সাদা, কালো ও লালচে রংয়ের ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম ১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাঁচের গুড়া, ভাঙ্গা ব্লেড, লোহার তারকাটা, ৩টি লাল রংয়ের কসটেপ, ১৩টি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানায় র্যাব।