শিবগঞ্জে গরুকে গোসল করাতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
শিবগঞ্জ উপজেলায় তর্তিপুর সেতু সংলগ্ন পাগলা নদীতে বাবার সাথে নিজেদের পোষা গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে মারুফ আলী নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। সে উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মাহিদুর রহমানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে তর্তিপুর ব্রীজের পাশে পাগলা নদীতে বাবার সাথে নিজেদের গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে ডুবে যেতে থাকে সাঁতার না জানা মারুফ। তার বাবা ঘটনা টের পেয়ে তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে পানি থেকে টেনে তুলে। উদ্ধারের পরপরই মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।