শিবগঞ্জে খেলনা পিস্তল সহ ৩ ভূয়া ডিবি পুলিশ আটক

559

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামাবাজার এলাকায় চাঁদা আদায়কালে একটা খেলনা পিস্তল ও একজোড়া হ্যান্ডক্যাপসহ ৩ ভূয়া ডিবি পুলিশকে আটক করে স্থানীয় জনতা। আটককৃতরা হলো- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফিউজিপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আতিকুল ইসলাম, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শামীম রেজা। পরে তাদের থানা পুলিশে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে শ্যামপুর চামাবাজারে তুহিন নামে এক মোবাইল ব্যবসায়ীর কাছ চাঁদা চায়। এসময় তুহিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করে। পরে তুহিনের চিৎকারে বাজারের আশপাশের লোকজন ছুটে এসে ৩ জন ভূয়া ডিবি পুলিশকে ধরে তাদের পরিচয় জানথেকে ওই ৩ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে খেলনা পিস্তল ও হ্যান্ডক্যাপের ভয় দেখিয়ে চাঁদা দাবি ক তে চাইলে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় দাবি করে। পরে তাদের ডিবি পুলিশের পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয় জনতা তাদের পুলিশে সোপর্দ করে। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।