শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত সেই পরিবার পেলো সেমি পাকা বাড়ি

56

শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত সেই সুকচাঁনের পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সেমি পাকা একটি বাড়ি হস্তান্তর করা হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে তর্তিপুর আশ্রয়ণ প্রকল্পে সুকচাঁন ও রিমা দম্পতির হাতে বাড়ির চাবি তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। একই সঙ্গে তাদের ছেলের চিকিৎসার ব্যবস্থার করা হয়েছে। এদিকে বিনামূল্যে বাড়ি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সুকচাঁন ও রিমা দম্পতি। এতে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রমাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজুসহ অন্যরা। সেমি পাকা বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৪ হাজার টাকা।