শিবগঞ্জে কিশোর-কিশোরীদের উদ্বুদ্ধকরণ কর্মশালা

245

শিবগঞ্জে ইউনিয়ন পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের কার্যকারী করতে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশ ও উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, চাঁপাইনবাবগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা খাতুন, ইউনিসেফ বাংলাদেশ রংপুরের পরিকল্পনা ও মনিটরিং অফিসার সোনিয়া আফরিন, রাজশাহীর প্রোগ্রাম অফিসার বেগম জেরিনা রেশমা, চাঁপাইনবাবগঞ্জ জেলা এলজিসি অফিসার শরিফা খাতুনসহ অন্যরা। কর্মশালায় বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কিশোর কিশোরীদের ১৫টি আচরণগত পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। ক্লাব উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নে মহিলা বিষয়কের ভূমিকা এবং চ্যালেঞ্জ সমূহ উত্তোরণের উপায়ের বিভিন্ন দিক স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।