শিবগঞ্জে উদ্যোক্তা নির্বাচনে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

শিবগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এর আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে সভাপতিত্ব করেন, শিবগঞ্জ শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চাঁদ। এ সময় বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম, রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আলম বিশ্বাস, ইউনিট-৮ ব্যবস্থাপক নাইমুল ইসলাম, তরুণ উদ্যোক্তা জামিলা খাতুন। প্রোগ্রামের শুরুতে রেইজ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন, কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, লাইফস্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ মারুফ হোসেন। এ সময় প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল ও রেইজ প্রকল্পের শিক্ষনবিশ ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগিতায় আউটরিচ প্রোগ্রামের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।