শিবগঞ্জে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী

শিবগঞ্জে গ্রামপর্যায়ে ই-কমার্স প্রসারের লক্ষ্যে ই-কমার্স ভিলেজ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, ই-কমার্স ভিলেজ প্রকল্পের কো-অর্ডিনেটর এস এম ইকরামুল হক, স্থানীয় উদ্যোক্তা আহসান হাবীব, ইসমাইল হোসেন শামীম খান, বিপিসি ও ই-ক্যাবের প্রতিনিধিসহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলার তরুণ উদ্যোক্তা, অনলাইন ব্যবসায়ীরা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দুদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা ডিজিটাল ব্যবসা ও অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।