শিবগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে শিক্ষক লাঞ্চিত,প্রতিবাদে মানববন্ধন

160

শিবগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে ইভটিজারের হাতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন আলমগীর হোসেন নামে আইড়্যামারী বালিকা বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। ঘটনায় দায়ীদের বিরদ্ধে শিবগঞ্জ থানায় গত শনিবার (২০জুলাই) রাতে মামলা করেছেন ওই শিক্ষক। এদিকে এঘটনার প্রতিবাদে রোববার(২১জুলাই) সকালে শিবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে শিক্ষকশিক্ষার্থীরা। অভিযোগে জানা গেছে,অভিযুক্তরা স্কুলগামী সড়কে দাড়িয়ে প্রায়ই আইড়্যামারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্নভাবে উত্যক্ত করত। বিষয়টি ছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উত্যক্তকারীদের অভিভাবকদের জানায়। এতে উত্যক্তকারীরা শিক্ষক আলমগীরের উপর চড়াও হয়। তারা ওই শিক্ষককে মারধর সহ লাঞ্চিত করে। ঘটনার পর শিবগঞ্জ থানায় মামলা করেন শিক্ষক আলমগীর। সেই সাথে ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষকশিক্ষার্থীরা।
ব্যাপারে শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সেলিম রেজা রোববার সন্ধ্যায় জানান, ঘটনার তদন্ত চলছে। ব্যাপারে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।